নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: এখনও দমানো যায়নি বিক্ষোভ।আবাস যোজনা নিয়ে বিক্ষোভ জারি জেলায় জেলায়।এবার বিক্ষোভের জেরে পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীদের একাংশ।চূড়ান্ত হট্টগোল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
ঘণ্টা তিনেক পরে পুলিশের মধ্যস্থতায় পঞ্চায়েত দফতর খুলে দেওয়া হয় বলে খবর।ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১টা নাগাদ।ওই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা ছাড়াও ১৭ টি বুথের বিভিন্ন দলের বঞ্চিত উপভোক্তারা এদিন বিক্ষোভে সামিল হন।
বঞ্চিত গ্রামবাসীদের অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা শেষ হওয়ার পর মঙ্গলবার পঞ্চায়েতে উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়।কিন্তু,সেই তালিকায় প্রকৃত উপভোক্তাদের নাম বাদ পড়েছে।নাম এসেছে পঞ্চায়েত সদস্য ও তার পরিবার,চাকরিজীবী ও পাকা বাড়ির মালিকদের।
গরীব মানুষেরা কাটমানি দিতে পারেনি বলেই তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে বলে পঞ্চায়েত প্রধান,উপ প্রধান ও পঞ্চায়েত সদস্যেদের দিকে সরাসরি আঙ্গুল তুলেছেন বিক্ষোভকারীরা।