নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ১৯,আগস্ট :: বিগত ১৮ বছর ধরে রাখি বানাচ্ছে বাঁকুড়া শহরের এক পরিবার। বিক্রি করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হল সমাজসেবী সংগঠনদের দান করা। রাখিতে লেখা রয়েছে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তাও। কিন্তু ১৮ বছর ধরে কেন এমন কাজ করছেন তারা?
নেপথ্যে রয়েছে একটি সুন্দর গল্প। বিগত ১৮ বছর ধরে প্রতিবছর প্রায় পাঁচ থেকে সাত হাজার রাখি তৈরি করে বাঁকুড়ার কুচকুচিয়া ফাঁসিডাঙার পোদ্দার পরিবার। রবীন্দ্রনাথের রাখি বন্ধনকে সম্মান জানিয়ে শুরু হয়েছিল এই কর্মসূচি।
প্রথমে অনুশীলন সমিতিকে রাখি দেওয়া হয়েছিল। এরপর ধীরে ধীরে সংযুক্ত হয়েছে বিভিন্ন সমাজসেবী সংগঠন। প্রতিবছর সংগঠনদের হাতে রাখি তুলে দেন পোদ্দার পরিবার। স্বামী,স্ত্রী এবং ছেলে,মেয়ে রাখি বন্ধনের আগেই জোগাড় করে শুরু করে দেন রাখি তৈরীর কর্মশালা।
সারা বছর তারা জমা করেন পরিবারের ব্যবহারযোগ্য জিনিসপত্র যেমন, নারকেলের ছোবড়া, সিল্কের কাপড়, ওষুধের পাতা , রঙিন কাগজ এবং আরও কত কি। এই জিনিসগুলি ব্যবহার করে তারা তৈরি করেন সুন্দর সুন্দর রাখি। এই বছরও প্রায় চার হাজার রাখি এখনও প্রস্তুত হয়েছে।