সুফল চন্দ :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: ১৯ তারিখ রাত সাড়ে বারোটার পর থেকে স্কুল সার্ভিস কমিশন দফতরের দখল নেওয়ার নির্দেশ সি আর পি এফ কে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাল দুপুর ১টা পর্যন্ত কেউ স্কুল সার্ভিস কমিশন দফতরে ঢুকতে পারবেন না।
যাতে কোন তথ্য, নথি নষ্ট না হয়, তার জন্যেও কিছু সুনির্দিষ্ট নির্দেশ দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায় এর সিঙ্গেল বেঞ্চ। সারাদিনের পর রাতেও নজিরবিহীন নির্দেশ বিচারপতির।রাতারাতি পরিবর্তন হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সিবিআই-তে হাজিরার দিনেই, আচমকা ইস্তফা দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। মাত্র চারমাস হল তাঁকে এই পদে এনেছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এই নিয়েও মানুষের ঔত্সুক্য বেড়েছে ।বর্তমান পরিস্থিতিতে এসএসসির চেয়ারম্যানের পদত্যাগ এর কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে এই পদত্যাগের পরেই আইএএস শুভ্র চক্রবর্তীকে এসএসসির নতুন চেয়ারম্যান করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।আর এরপরেই এসএসসি মামলায় নাটকীয় মোড়। মাঝরাতেই খুলেছে কলকাতা হাইকোর্ট। চাকরি দুর্নীতির নিয়োগ নথি নষ্টের আশঙ্কায় হাইকোর্টে চাকরিপ্রার্থীরা। অবিলম্বে সিআরপিএফ বসিয়ে চাকরির সমস্ত নথি সংরক্ষণের দাবি তুলেছে মামলাকারিরা।মামলাকারী-দের দাবি, অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। না হলে সব নথি উধাও হয়ে যাবে। যে মামলার আর্জি গৃহীত হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাতেই শুরু হয়েছে শুনানি। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন-ভাবে রাতেই খুলেছে কোর্ট।
জরুরি ভিত্তিতে রাত সাড়ে দশটা নাগাদ শুরু হয়েছে শুনানি। নির্দেশের অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা। আর সেই নির্দেশই দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এস এস সি অফিস এই মুহূর্ত থেকেই কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে ।