বিচারপতি অমৃতার সিনহা নির্দেশ দেন টোটো রিক্সা পরিবেশ বান্ধব চালাতে কোন সমস্যা নেই। বসিরহাট পৌরসভা প্রশাসন কোনোভাবেই শহরে চলা এই টোটো গুলির উপর নিয়ন্ত্রণ করতে পারবে না।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২৬,ডিসেম্বর :: বসিরহাট টাউন ই-রিক্সা অপারেটর ইউনিয়নের অধীনে বসিরহাট শহরে প্রায় ৭০০ ই-রিক্সা টোটো রয়েছে। যেখানে টোটো চালক সহ টোটো চালকদের পরিবারের সদস্য ধরছ প্রায় ৪০ হাজার মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে এই জীবিকার উপর নির্ভরশীল। চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে বসিরহাট পৌরসভা এক নির্দেশিকা জারি করে।

শহরকে যানজট মুক্ত করতে পৌরসভার গাইডলাইন মেনে টোটো চালাতে হবে। এমনকি কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়। যার জেরে বেজায় সমস্যার মধ্যে পড়েন শহর বসিরহাটের শয়ে শয়ে টোটো চালক। রুজি রোজগার ও জীবন জীবিকা চালাতে বেজায় সমস্যার মধ্যে পড়ার আশঙ্কা দেখছিলেন তারা।

১৮ই আগস্ট সংগঠনের সভাপতি ভাস্কর মিত্রের নেতৃত্বে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে বসিরহাট টাউন ই-রিক্সা অপারেটর ইউনিয়নের সদস্যরা। সেই মামলা নিষ্পত্তি করতে গিয়ে প্রধান বিচারপতি অমৃতা সিনহা বসিরহাট পৌরসভার প্রশাসনিক আধিকারিকদের কাছে জানতে চায় পরিবেশবান্ধব এই রিক্সা চালাতে সমস্যাটা কোথায় হচ্ছে? সেইমতো পৌরসভা কর্তৃপক্ষ আদালতের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে পারেনি।

দীর্ঘদিন মামলা চলার পর চলতি মাসের বাইশে ডিসেম্বর  বিচারপতি অমৃতার সিনহা নির্দেশ দেন টোটো রিক্সা পরিবেশ বান্ধব চালাতে কোন সমস্যা নেই। বসিরহাট পৌরসভা প্রশাসন কোনোভাবেই শহরে চলা এই টোটো গুলির উপর নিয়ন্ত্রণ করতে পারবে না। সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করবে রাজ্য পরিবহন দপ্তর। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর রীতিমতো খুশি বসিরহাট শহরের টোটো চালক ও তাদের পরিবারের সদস্যরা। টোটো চালকরা রীতিমতো এই রায়কে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =