বিচারপতি সৌমেন সেন হলেন কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: কলকাতা, সোমবার: কলকাতা হাইকোর্টে আজ নতুন ইতিহাস রচিত হল। বিচারপতি সৌমেন সেন হলেন কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি।

সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যপালের উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে হাইকোর্টের প্রবীণ বিচারপতি, বিশিষ্ট আইনজীবী ও প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন।

বিচারপতি সৌমেন সেন দীর্ঘদিন ধরেই ন্যায়বিচার প্রদান ও আইনের কঠোর প্রয়োগে পরিচিত। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “মানুষের আস্থা ধরে রাখা এবং দ্রুত ও স্বচ্ছ ন্যায়বিচার নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”

আইন অঙ্গনের বিশিষ্টজনেরা মনে করছেন, তাঁর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট আরও গতিশীল হবে এবং বিচার ব্যবস্থায় নতুন দিশা আসবে। সাধারণ মানুষও নতুন প্রধান বিচারপতির নিয়োগে আশাবাদী।

বিচারপতি সেনের দায়িত্বগ্রহণের মাধ্যমে বিচার ব্যবস্থার ধারাবাহিকতা নতুন মাত্রা পেল বলে আইনি মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =