নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: শনিবার ১২,অক্টোবর :: আজ বিজয়া দশমী। সারা বঙ্গ মেতে উঠেছিল এই তিনটি দিন বেশ ধুমধাম এর সাথে। আজ মায়ের বিদায় নেওয়ার দিন। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাত্রা শুরু আজ। আর এই বিজয়া দশমীর দিনেই প্রতিটি ঘরে ঘরে মাছের যাত্রা হয়।
গ্রামবাংলায় কথিত রয়েছে এই মাছের যাত্রা শুভ। তাই প্রতিটি ঘরে ঘরেই মাছের যাত্রার আয়োজন করা হয়।। সকল বাড়ির পুরুষেরা হাতে জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যায় । আমরা সকলেই জানি মাছ একটি শুভ তাই প্রতিটি কাজের ক্ষেত্রে মাছটি ভীষণ প্রয়োজনীয় জিনিস।
আজও কিন্তু বিজয়া দশমীর সন্ধিক্ষণে, সেই মাছ যাত্রা হয়ে গেল।। আর সকলকে দেখা যায় বেশ আনন্দের সহিত এই যাত্রাটি করে চলেছে এটি বহু প্রচলিত নিয়ম রীতির মধ্যেই একটি।