নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: বিজেপির করা কেসে এবার চুঁচুড়ার বিধায়ককে স্বয়ং কোর্টএ এসে নিতে হল বেল, সাথে বেল নিতে হল তৃণমূলের আইনজীবী সহ পঞ্চায়েত প্রধান কাউন্সিলর ও নেত্রীদের।
বছর দুয়েক আগে চুঁচুড়ার খাদিনা মোড়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে বিজেপি কর্মীদের দিকে লাঠি উঁচিয়ে দৌড়াতে দেখা যায়,
তার অভিযোগ ছিল তাকে চোর বলে উত্ত্যক্ত করে তার হাত ধরে টানা হয়েছিল, এই বিষয়ে দেখার পরেই বিধায়ক এবং তার দলবল তাদেরকে মারধর করেন, যদিও সেই মুহূর্তে বিজেপি, বিধায়কের দোষ বলে ছিলেন বিষয়টিকে।
তিনটি পৃথক কেসেই বেল নিতে হল বিধায়কসহ সকলকেই, আইনজীবীর কথা অনুযায়ী একটি কেসে আট জন একটি কেসে সাতজন আরেকটি কেসে বিধায়ক একাই এ্যাকিউজ ছিলেন,
যদিও বিধায়ক অসিত মজুমদার জানান আমরা আইনকে শ্রদ্ধা করি তাই নোটিশ পাওয়া মাত্রই কোর্টে বেল নেবার ব্যবস্থা করেছি এবং সশরীরে হাজির হয়ে কোর্টের সম্মান বজায় রেখেছি।