বিজেপির জেলা নতুন সভাপতি সংগঠনকে শক্তিশালী করার কথা ঘোষণা করলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১৫,মার্চ :: শনিবার সকালে আসানসোল জাতীয় সড়কের পাশে বিজেপির জেলা কার্যালয়ে বিজেপি পশ্চিম বর্ধমান জেলার নতুন সভাপতি দেবাতনু ভট্টাচার্যকে দলীয় কর্মীরা মালা, উত্তরীয় এবং আবির দিয়ে রাঙ্গিয়ে বরণ করলেন।

নতুন সভাপতি দেবাতনু ভট্টাচার্য জানান বিগত সভাপতি বাপ্পা মুখার্জির অসম্পূর্ণ কাজ তিনি শেষ করবেন। তিনি আরো জানান তৃনমূল কংগ্রেসের পাশে সাধারণ জনগণ নেই তোলা তোলার কর্মী, হুমকি চমকানোর মতো লোক এবং পুলিশ ও প্রশাসনকে নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে ।

বিজেপির মূল লক্ষ মুসলিম সম্প্রদায়ের ভোটকে কুক্ষিগত করা বর্তমানে মুসলিম সম্প্রদায়ের ভোটাররা তৃণমূল কংগ্রেসের উপর ক্ষিপ্ত সেটাকে কাজে লাগিয়ে মোদির ছত্রছায়ায় নিয়ে আসা মূল লক্ষ। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, ভোট ও বুথ রক্ষা করার জন্য সারা রাজ্যে বিজেপির কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। আসানসোল বিধানসভায় সমস্ত দলীয় কর্মীদের সংঘবদ্ধ করে সংগটনকে শক্তিশালী করা তার মূল লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =