নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমানের কালনা শহরে রাতারাতি পোস্টার বিতর্ক ঘিরে উত্তেজনা ছড়ায় । বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু, কাটোয়ার মণ্ডল সভাপতি সুমন দেবনাথ এবং জেলা জেনারেল সেক্রেটারি সুমন ঘোষের নামে শহর জুড়ে পোস্টার পড়ে।
বিজেপি বাঁচাও মঞ্চের নামে দেওয়া এই পোস্টারে একের পর এক কটুক্তি ও গুরুতর অভিযোগ করা হয়েছে। পোস্টারে লেখা—সভানেত্রী চোর, দুশ্চরিত্র। জেনারেল সেক্রেটারি সুমন ঘোষ দুশ্চরিত্র, লম্পট—দূর হাটো। আর মণ্ডল সভাপতি সুমন দেবনাথ বহিরাগত, ভুয়ো ভোটার।
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। যদিও এই বিষয়ে জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানান এটা শাসক দলের কাজ, আইপ্যাক এই ঘটনার সঙ্গে জড়িত। বিজেপির জেলা জেনারেল সেক্রেটারি সুমন ঘোষ বলেন, বিজেপি বাঁচাও বলে কোনো সংগঠন নেই, পুরো বিষয়টাই তৃণমূলের চক্রান্ত।
অন্যদিকে, তৃণমূলের কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জানান—এই ঘটনায় তৃণমূলের কোনো ভূমিকা নেই, আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই পোস্টার কাণ্ড ঘটেছে।