বিজেপির থানা ঘেরাও কর্মসূচি কে ঘিরে উত্তেজনা। পুলিশের সামনেই বিজেপি কর্মীকে মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: বিজেপির থানা ঘেরাও কর্মসূচি কে ঘিরে উত্তেজনা। পুলিশের সামনেই বিজেপি কর্মীকে মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান । ঘটনায় উত্তেজনার তৈরি হয় তুফানগঞ্জ শহরের বিজেপি পার্টি অফিসের সামনে।মারধর করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের । দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা নিয়ে তুফানগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি ডাক দেয় বিজেপি। সেই মতে বিজেপি পার্টি অফিসে উপস্থিত হন বিজেপি নেতৃত্ব ও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় ।

সেই সময়ে বিজেপি পার্টি অফিসের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত করে গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখায়। । পুলিশের উপস্থিতিতে বিজেপি নেতা নিখিল ডাকুয়াকে সহ অন্যান্যদের রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা । যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =