বিজেপির দুর্গাপুর বি-জোন অফিসে দুষ্কৃতিদের হামলা বলে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৭,জুন :: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রবিবার দুর্গাপুরে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন এলাকায় বিজেপি’র কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দিলীপ ঘোষ সহ প্রায় সব নেতাকর্মীরা চলে যায়।

অভিযোগ, কার্যালয়ে উপস্থিত থাকা কয়েকজন কর্মীর ওপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতিরা। কার্যালয়ে সামনে থাকা দু থেকে তিনটি বাইক ভাঙচুর করে। সোমবার সকাল আটটায় সিটিসেন্টারের চতুরঙ্গ ময়দানে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, নির্বাচনের প্রচারে প্রথম এই চতুরঙ্গ ময়দানে এসেছিলাম। আবার এখানকার সিনিয়ার সিটিজেনদের সাথে দেখা করতে এসেছিলাম।

গতকাল কর্মীদের সাথে বৈঠক করে বেরিয়ে এসেছিলাম। তার পরে দুষ্কৃতিরা কয়েকটি বাইক ভাঙচুর করে। এই গুলো বড় ব্যাপার না। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস ছিলো। আমরা কর্মীদের সাথে কথা বলেছি। পুলিস প্রশাসনকে বলছি। আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ এই সব চায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − sixteen =