নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ ::পূর্বস্থলী :: সোমবার ২৬,জানুয়ারি :: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
সভামঞ্চ থেকে তিনি বর্ধমানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন এবং তৃণমূল নেতৃত্বকে নিশানা করেন। তৃণমূল কংগ্রেসের সংগঠন ও নেতৃত্ব প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি দলটির পরিচালনা কাঠামো নিয়ে কটাক্ষ করেন।
একই সঙ্গে তিনি দাবি করেন, সমাজে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা ও যুবসমাজকে এই ভয় কাটিয়ে ওঠার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র খাঁ বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি মানুষ ভয়ে চুপ করে থাকে, তাহলে ভবিষ্যতে সামাজিক পরিবেশ আরও জটিল হয়ে উঠতে পারে। বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

