নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ৮,নভেম্বর :: মাথাভাঙ্গা বিজেপির বিএলএ ২কে মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করলো মাথাভাঙ্গা থানার পুলিশ।
গতকাল বিজেপির বিএলএ নিবাস দাসকে মারধর করে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগ ওঠে ফটিক দাস,সুজন দাস, খইমালা দাস এই তিনজনের বিরুদ্ধে।
এই বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা নির্বাচন আধিকারিককে কাছে লিখিত অভিযোগ করে বিজেপি।পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয়েছে । যদিও অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে ।

