নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: বুধবার ১৫,মে :: ঘটনাটি বীরভূমের নলহাটি থানার অন্তর্গত পাইকপাড়া গ্রামের। বীরভূমের চতুর্থ দফায় লোকসভা কেন্দ্রের ভোট সম্পন্ন হয়েছে। নলহাটি বিধানসভায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের পরের দিন নলহাটি থানায় অভিযোগ জানাতে আসেন বিজেপির বুথ সভাপতি । তাঁকে মারধর অভিযোগ করেন এক সিভিক এর বিরুদ্ধে।
রতন মাল অভিযোগ করেন তাদেরই গ্রামের একসিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূলের কর্মী সেন্টু প্রমাণিক তাকে ধমক দেয় সে যেন বিজেপির হয়ে বুথে না বসে ভোটের দিন । তার কথা তোয়াক্কা না করে ভোটের দিনে রতন মাল বিজেপির হয়ে বুথে বসেন এবং ভোট করেন ভালোভাবেই।
এই ঘটনার পরের দিন রতনকে মারধর করা হয় এই অভিযোগ করে নলহাটি থানায় লিখিত অভিযোগ করতে আসেন।