নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুড়িয়ায় বিশ্বজিৎ পাল (ছোট) কে পৌর মন্ডল সভাপতি নিযুক্ত করেছে, তাই বিজেপির কর্মীবৃন্দ পার্টি অফিসে তালা মারল* পোস্টারের নিচে লেখা সৌজন্যে:-বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ
গত১৬ফেব্রুয়ারি তারিখে বিভিন্ন ব্লকে নতুন মন্ডল সভাপতি নিযুক্ত হয়েছে । তেমনি বাদুড়িয়াতেও পৌর মন্ডল সভাপতি হয়েছে *বিশ্বজিৎ পাল (ছোট) । কিন্তু এই বিশ্বজিৎ পালকে বিজেপির অন্য কর্মী সমর্থকরা মেনে নিতে পারছেন না , তাই জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে পোস্টার ও তালা মারল পার্টি অফিসে রাতের অন্ধকারে ।
এই জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে গত কয়েকদিন আগে অর্থাৎ ১৭ তারিখ সোমবার বসিরহাটের ব্যবসায়ী অভিযোগ করেছিল পার্টি অফিসের নাম করে তার দোকান থেকে টাইলস এবং স্যানিটারি মালপত্র নিয়েছিল তাপস ঘোষ, কিন্তু তিনি টাকা দেয়নি।এবার অভিযোগ উঠে তার বিরুদ্ধে টাকার বিনিময় পৌর মন্ডল সভাপতি নিযুক্তর অভিযোগে পোস্ট । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
এই বিষয়ে *বিশ্বজিৎ পাল বলেন আমি কোন টাকার বিনিময়ে মন্ডল সভাপতি নিযুক্ত হয়নি । সবাই ভোটের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচিত করেছে । আমাদের মধ্যে কোন গোষ্ঠী কোন্দল নেই । তৃণমূল চক্রান্ত করে এই পোস্টার এবং আমাদের দলের বদনাম করার চেষ্টা করছে।
এই বিষয়ে বসিরহাটের তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বলেন, বিজেপির বাংলায় কোন জায়গা নেই , ওদের মধ্যে কে নেতা হবে সেই নিয়ে ওদের মধ্যে লড়াই চলে । এটা তারই বহিঃপ্রকাশ । এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই ।