বিজেপির মিটিং করে যাওয়া সভাস্থলে গোবর, গঙ্গাজল ও পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে শুদ্ধিকরণ করলেন চুঁচুড়ার বিধায়ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বিজেপির মিটিং করে যাওয়া সভাস্থলে গোবর, গঙ্গাজল ও পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে শুদ্ধিকরণ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার সকাল ৭টা নাগাদ চুঁচুড়া ঘড়ির মোড়ে এই শুদ্ধিকরণ পুজোপাঠের আয়োজন করা হয়।চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী সহ হুগলী-চুঁচুড়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও তৃণমূল নেতা-কর্মীরা। চুঁচুড়ার তৃণমূল নেতা সপ্তর্ষী ব্যানার্জী মন্ত্রোচ্চারের মধ্য দিয়ে ভূমিপুজো করেন। একইসাথে বিধায়ক সহ তৃণমূলের মহিলা কর্মীরা ঘড়ির মোড় চত্ত্বরে ঝাঁটা হাতে গোবর ও গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরন করেন।

প্রসঙ্গতঃ গত ২৮তারিখ বিজেপি এই ঘড়ির মোড়ে দলীয় সভা করে গেছেন। যেখানে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ লকেট চ্যাটার্জী সহ রাজ্য ও জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে এই ঘড়ির মোড়ে তৃণমূলের হুগলী-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভা রয়েছে।চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন বিজেপি নেতৃত্বরা চুঁচুড়া ঘড়ির মোড়কে অপবিত্র করে গেছেন। শুক্রবার আমাদের নেতারা এখানে আসার আগে তাই আমরা হিন্দু শাস্ত্রমতে পুজো দিয়ে অপবিত্র ঘড়ির মোড়কে পবিত্র করলাম। যদিও এই শুদ্ধিকরণ তৃণমূল নেতাদেরই দরকার বলে কটাক্ষ বিজেপির।

বিজেপির রাজ্য নেতা স্বপন পাল বলেন তৃণমূল নেতারা ভ্রষ্টাচার, দুর্নীতিতে জড়িত। তৃণমূলের কাউন্সিলর সরকারী প্রকল্প পাইয়ে দেওয়ার জন্য টাকা নেয়। তাই আমার মনে হয় তৃণমূল নেতাদের আগে শুদ্ধ হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + ten =