বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ গ্রেপ্তার করে ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: উলুবেড়িয়া যাবার পথে শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজায় আটকে দেওয়া হলো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। সেখানে কলকাতা পুলিশের ডিসি এবং হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

সুকান্ত মজুমদার গাড়ি থেকে নেমে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। তিনি পুলিশকে বলেন যে তিনি হাওড়ার উলুবেড়িয়ায় যেতে চান। কিন্তু পুলিশ তাকে বোঝায় যে ১৪৪ ধারা জারি আছে। সুতরাং তাকে সেখানে যেতে দেওয়া হবে না। এরপরই সুকান্ত মজুমদার এগোনোর চেষ্টা করলে তাকে পুলিশ গ্রেপ্তার করে ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যায়। সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছুই নেই।

পুলিশের এই তৎপরতা যদি দু’দিন আগে দেখা যেত তাহলে এরকম আইনশৃঙ্খলার অবনতির পরিস্থিতি তৈরি হতো না। পুলিশের তৎপরতা আজকে দেখা যাচ্ছে। গত দু’দিন ধরে পুলিশের কোনও তৎপরতা চোখে পড়েনি বলে তিনি অভিযোগ তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =