নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পান্ডুয়া :: সোমবার ২৩,ডিসেম্বর :: বিজেপির সক্রিয় সদস্যতা অভিযান কর্মসূচির নিয়ে এক বিশেষ বৈঠক উপস্থিত হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
এদিন হুগলির পান্ডুয়ার একটি লজে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিঠুন চক্রবর্তী ছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হুগলি প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় পাশাপাশি এখানে আরো উপস্থিত হয়েছিলেন হুগলি সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার সহ বলাগড় চুঁচুড়া চন্দনগর পোলবা ব্লকের বিভিন্ন বিজেপির কার্যকর্তারা ।
এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দলের সদস্য সংখ্যা বৃদ্ধি ও সংগঠনকে আরও শক্তিশালী করা। সভায় মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের উৎসাহিত করেন এবং বিজেপির নীতি ও আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।