নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৬,নভেম্বর :: আমরা ভবানীপুর দেখেছি, নন্দীগ্রাম দেখেছি যে পুলিশ তৃণমূলের ভয়ে টেবিলের তলায় লুকিয়ে ছিল! কিছুদিন আগে দেখলাম আরজি করে তৃণমূলী হামলার সময় পুলিশ টেবিলের পিছনে, বাড়ির পিছনে,আলমারির পিছনে গিয়ে লুকিয়ে ছিল!
বিজেপির সদস্যতা অভিযানে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে এসে এমনই পুলিশের বিরুদ্ধে বক্তব্য রাখলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল সিনহা বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, পুলিশের এই আচরণে কোথায় বাংলার মান সন্মান রইলো! আইন রক্ষকের অবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে!
যে রাজ্যে আইন রক্ষকের অবস্থান এরূপ সেই রাজ্য সুস্থতা হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুষের রাজনীতিতে বিশ্বাসী। সততার নাটক করলেও উনি বিশ্বাস করেন ঘুষ দিয়ে সব কাজকে সঠিক করা যায়, আবার মা বাবাকে ১০ লক্ষ টাকা ঘুষ দিতে গিয়েছিল।এছাড়াও তিনি বর্তমান তৃণমূল সরকারকে খোঁচা মারতেও ছাড়েননি