নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৩,মার্চ :: বিজেপির হিন্দুত্বের পাল্টা তৃণমূলের সর্বধর্ম সমন্বয়ের ফ্লেক্স। চুঁচুড়ার পর এবার রিষড়া, ফের হুগলিতে ধর্ম-যুদ্ধ। রিষড়ার বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো হয়েছে। কোথাও লেখা, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা সবাই ভাই ভাই।
কোথাও আবার লেখা, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাই। কোথাও ফ্লেক্সে লেখা, হিন্দু মুসলিম শিখ ইসাই, স্বাস্থ্যসাথী আমরা সবাই পাই, বিনামূল্যে সবাই রেশন পাই।
তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গই সেই রাজ্য যেখানে মানুষের সামাজিক সুরক্ষা আছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পে কোনও ভেদাভেদ করা হয় না, সেটা বোঝাতেই এই ধরনের প্রচার চলছে । কেন্দ্রের টাকায় রাজ্যে উন্নয়ন, পাল্টা দাবি বিজেপির।