নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২২,এপ্রিল :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকের আগারহাটি সড়বেড়িয়ার গ্রাম পঞ্চায়েতের মন্ডলপাড়া এলাকার বেশ কিছু বাসিন্দারা বিজেপি করছে। এই বিজেপি করার অপরাধে ওই এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হলো বলে অভিযোগ |
এই পানীয় জলের সরবরাহ তৃণমূলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। গত প্রায় পাঁচ দিন ধরে পানীয় জল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ওই এলাকার বেশ কিছু বাসিন্দাদের। থালা-বাসন ধোয়া, জামাকাপড় পরিষ্কার করা ও অন্যান্য কাজকর্ম করতে পুকুরের জল তাদের ব্যবহার করতে হচ্ছে।
তীব্র গরমে এই পানীয় জল না পাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে তাদের । প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে অন্য গ্রাম থেকে পানীয় জল সরবরাহ করতে হচ্ছে বলে দাবী এলাকার বাসিন্দাদের। বিধায়ক সুকুমার মাহাতো বলেন এতদিন জল পাচ্ছিল সাপ্লাইর লাইনের সমস্যা হয়।
সাময়িকভাবে জল বন্ধ আছে দু-একদিনের মধ্যে জল পেয়ে যাবেন। পাশাপাশি হাসনাবাদ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আনিস রঞ্জন ঘোষ বলেন ওখানে একটি টিউবলের কাজ চলছে সমস্যা হচ্ছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।