নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ১৯,আগস্ট :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাট থানার টাকি রোডের দালাল পাড়ার ঘটনা। বছর ৪৫ এর স্বপন রায় চৌধুরী বসিরহাট পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের দায়িত্বে আছে।
বেশ কয়েক বছর আগে স্বপন দীর্ঘদিন ধরে স্বপনের বিরুদ্ধে এলাকায় একাধিক দুষ্কৃতি সমাজবিরোধী কাজের জন্য পুলিশের খাতায় নাম ছিল। কিন্তু সম্প্রতি কালে বিজেপির ছত্রছায়ায় ছিল এলাকা দখলকে কেন্দ্র করে সমাজ বিরোধীদের সঙ্গে তার বাকবিতণ্ডা গন্ডগোল ঝামেলা লেগেছিল।ওনার ছেলে বলে মায়ের শরীর খারাপ ছিল বাবা ওষুধ আনতে দোকানে যাচ্ছিল সেই সময় টাকির রোডে প্রকাশ্যে দিবালোকে একদল দুষ্কৃতী গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় কোপ মারে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাশাপাশি বলে আমার বাবা বিজেপি করে দীর্ঘদিন ধরে তৃণমূলে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তাই আমার বাবাকে পরিকল্পনা করে মারার চেষ্টা হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের এসসি-ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন এটা সমাজবিরোধীদের এলাকা দখলের লড়াই এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনভাবেই জড়িত না
বিজেপির কাছে কোন ইস্যু নেই বলে এই ধরনের রাজনীতি করছে তৃণমূলকে কালিমা লিপ্ত করছে। প্রশাসন বিষয়টা দেখছে তদন্ত করে দেখুন