বিজেপি নেতার পুজোয় মমতার প্রকল্প-সজ্জা! শারদ বন্দনাতেও দলবদলের জল্পনা বঙ্গে

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কোলকাতা ::  দলবদলের জল্পনা এবার শারদ-বন্দনা ঘিরেও। দশভূজা মা দুর্গার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প-সজ্জায় সজ্জিত হয়ে হাজির বিজেপি নেতার পুজো মণ্ডপে। তাতেই জল্পনার পারদ হু হু করে চড়তে শুরু করেছে।

শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের এগরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সজ্জা সত্যিই তাক লাগিয়ে দিয়েছে। তারপর বিজেপি নেতার পুজো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প অন্য মাত্রা দিয়েছে এবার পুজোকে। সেইসঙ্গে জল্পনার পারদ চড়েছে বিজেপি নেতার দলবদলের সম্ভাবনা নিয়ে।

মা দুর্গা এক হাতে বিলি করছেন খাদ্যসাথী প্রকল্পের চাল। অন্য হাতে দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। গণেশ আবার কৃষকদের হাতে তুলে দিচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের চেক। বিদ্যাদেবী সরস্বতী সর্বশিক্ষা মিশনে ছাত্রছাত্রীদের বই ও খাতাও দিচ্ছেন। আর করোনা মহামারীর টিকা দিচ্ছেন কার্তিক। প্রতিমা-সজ্জায় এমন ভাবনা এবার বিজেপি নেতার পুজোয় তাক তালিয়ে দিয়েছে।

পূর্ব মেদিনাপুরের এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের পুজোর থিমে এবার প্রতিমা ও মণ্ডপ সজ্জায় প্রাধান্য পেয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। এই ক্লাবের সম্পাদক জয়ন্ত সাহু। তাঁর পুজোয় এমন থিম দেখে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে তাঁর দলবদলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =