বিজেপি নেতা বীরভূমের সাধারণ সম্পাদক অতনু চট্টপাধ্যায় তৃণমূলে যোগদান করলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: দলবদলের হিড়িক অব্যাহত। কখনও ভোটের আগে, কখনও বা ভোটের পরে। এবার দাপুটে বিজেপি নেতা বীরভূমের সাধারণ সম্পাদক অতনু চট্টপাধ্যায় তৃণমূলে যোগদান করলেন।বিগত কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন এই নেতা। ফেসবুকে দলের প্রতিটি পদ থেকে অব্যহতি নেওয়ার কথা ঘোষণা করেছিলে তিনি। এরপর বেশ কয়েকদিন আগে বিজেপির সব হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়েন তিনি। আর অবশেষে দল বদলে যোগ দিলেন তৃণমূলে।আজ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। স্বভাবতই এই অবস্থায় জেলা জুড়ে অতনুবাবুরও তৃণমূল-যোগের জল্পনা ছিল। এরপরেই সেই জল্পনার অবসান হলো।গত বিধানসভা নির্বাচনে অতনুবাবু বীরভূম জেলায় বিজেপি’র সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ সামলেছেন । এমনকী তৃণমূল ও বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামে অনেক অভিযোগও তুলেছিলেন। এরপর তিনি তৃণমূলে‌ যোগদান করায় বীরভূম জেলায় বিজেপির ক্ষমতা আবারও হ্রাস পেল বলে মনে করছেন সকলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =