নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৬,মে :: বিজেপি পতাকা বাঁধা নিয়ে বচসা,৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।পাল্টা উস্কানিমূলক কথাবার্তার জন্য কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হলেও মারধর করা হয়নি বলে দাবী করে তৃনমূল।ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে তৃণমূলকর্মীকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিশ।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়নার হিজলনার বামনিয়া এলাকার ঘটনা। বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর মিলতেই রায়না থানায় পৌঁছান বিজেপি প্রার্থী অসীম সরকার।কথা বলেন থানার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে। বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের অভিযোগ,রায়নার হিজলনার বামনিয়ায় আমাদের কয়েকজন কর্মীকে দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূলের পক্ষ থেকে মারধর করা হয়েছে।
ইতিমধ্যেই আমরা পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছি।রায়নার মতো জায়গায় নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরেই তৃণমূল মরিয়া হয়ে এই আক্রমণ চালিছে। পাল্টা রায়না ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল জানান,বিজেপির কয়েকজন কর্মী এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য উস্কানিমূলক মন্তব্য করলে আমাদের কয়েকজন কর্মী তার প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়েছে, মারধরের কোনো ঘটনা ঘটেনি।