নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করে ভোট কেনার অভিযোগ নিয়ে উত্তাল পশ্চিম মেদিনীপুরের খরার ।অভিযোগ ওই পুরসভার আট নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র, ২৫ ফেব্রুয়ারি শুক্রবার, রাত বারোটা নাগাদ ভোটারদের টাকা বিলি করতে গিয়েছিলেন।
পুলিশের নাকা চেকিংয়ের সময় তার কাছে টাকা পাওয়া যায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার কাছে প্রায় সত্তর হাজার টাকা ছিল। পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করেছে।
এরপর ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।শনিবার সকাল থেকে এলাকার সাধারণ মানুষ বড় পোল এলাকাতে পথ অবরোধ এবং বিক্ষোভ করেন।তাদের দাবি ওই প্রার্থীকে গ্রেপ্তার করতে হবে। অবরোধ স্থলে পুলিশ পৌঁছায় এবং অবরোধ উঠে যায়।
ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীস হুতাইত বলেন, বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চায় মানুষ প্রভাবিত হবে না। টাকা বিলানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে বিজেপি প্রার্থীর গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
যার বিরুদ্ধে অভিযোগ, সেই ফাল্গুনী মিশ্র বলেন, তৃণমূল ঘৃণ্য রাজনীতি করছে। যেহেতু আমি নির্বাচনী কনভেনার তাই প্রতিটি বুথের খরচের জন্য কিছু অর্থ দল থেকে দেওয়া হয়। আমি সেই টাকা আনতে গিয়েছিলাম কারন আমার উপর দায়িত্ব ছিল।
আমি ওই অর্থ নিয়ে ফেরার সময় খবর পাই যে তৃণমূল ভোট কেনার জন্য টাকা বিলি করছে ।তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না।