নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৩,মার্চ :: বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙ্গে নাশকতার ছক মালদার গাজোল থানার শংকরপুর এলাকার ঘটনা । ঘটনায় তীব্র উত্তেজনা । দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার সিসিটিভি ফুটেজ ভাইরাল । গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগ ।
ঘটনায় পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ গাজোল থানায় । ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গাজোলে। বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের হানার চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। গাজোল শহর এলাকায় সুকান্ত পল্লীতে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে তিনি থাকেন।
প্রায় আধঘণ্টা ধরে গাড়িটির উপর তাণ্ডব চালায় তারা। তবে যেভাবে একেবারে শহর এলাকায় জাতীয় সড়কের ধারে এই ধরনের দুষ্কৃতী হানা ঘটলো তাতে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে বিধায়কের পরিবার। বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়েই গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
এই ঘটনায় মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান বিজেপি বিধায়ককে আমি বলব আমাদের পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে আপনারা যখন অভিযোগ করেছেন পুলিশের উপরে ভরসা রাখুন পুলিশের ঠিক অপরাধীকে খুঁজে বার করবে এবং এর সঠিক তদন্ত হবে।