বিজেপি সরকারের SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ, ময়নাগুড়িতে প্রতিবাদে জনসভা

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: বিজেপি সরকারের SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ময়নাগুড়িতে আয়োজিত হলো এক প্রতিবাদী জনসভা। বৃহস্পতিবারের এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য।

সভা মঞ্চ থেকে দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে অযথা নোটিস, কাগজপত্রের চাপ ও প্রশাসনিক হয়রানির মুখে পড়তে হচ্ছে। তাঁর বক্তব্য, “গরিব, প্রান্তিক ও সংখ্যালঘু মানুষের ভোটাধিকার খর্ব করার উদ্দেশ্যেই এই ধরনের প্রক্রিয়া চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় মানুষকে সচেতন হতে হবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জনসভায় উপস্থিত বক্তারা কেন্দ্রের নীতির সমালোচনা করে বলেন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বক্তাদের দাবি, অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।

সভায় দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 12 =