বিজেপি সরকার আসুক, এখানে টাটাই ফিরবে।কারণ আমরা জানি কিভাবে করতে হয় – দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: সিঙ্গুর :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: বিজেপি সরকার আসুক, এখানে টাটাই ফিরবে।কারণ আমরা জানি কিভাবে করতে হয়। দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের।

আগামী ১৮ই জানুয়ারি সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী।সেই সভার প্রস্তুতি দেখতে এসে সুকান্তবাবু আরো বলেন আমরা ডিফেন্স করিডর করছি একটা উত্তরপ্রদেশ এবং অন্যটি তামিলনাড়ুতে।
সিঙ্গুরের শিল্প এবং কৃষি না হওয়া সম্পর্কে তিনি বলেন মমতা ব্যানার্জির পাল্লায় পড়লে এরকমই হবে। কারন তার পাল্লায় পড়লে নাকও যাবে নরুন ও যাবে। মমতা শুধু নিজের পরিবারের জন্য করে কারোর জন্য কিছু করেনা।

প্রধানমন্ত্রীর সভার জন্য যারা জায়গা দিয়েছে তারা আক্রান্ত হতে পারে প্রসঙ্গে তিনি বলেন হতেই পারে কারণ এখানে বেচারামের মতো গুন্ডা আছে তবে ভয়ের কিছু কারণ নেই,বিজেপিকে জানালে যে ওষুধে তাদের ঠান্ডা করতে হয় সেই ওষুধই ঠান্ডা করবে, সেই ওষুধ এখন বলব না।

আমরা ইচ্ছুক,অনিচ্ছুক সকলকেই আসতে বলছি, এটা বিশাল ব্যাপার কারণ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি ক্ষণজন্মা। তার বক্তব্য শোনা বিশাল ব্যাপার,

কারণ দ্রুত তিনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই বিশ্বের সবচেয়ে দ্রুত ইকোনমি বাড়ছেই ভারতবর্ষে।   তার কথা শুনতে সকলের আসা উচিত। তৃণমূলেরও আসা উচিত তাতে ওদের সদবুদ্ধি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =