নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৯,মার্চ :: ২০১৭ সালের এক মারপিটের ঘটনায় বিডিএর চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ মোট ১৩ জনকে সাজা ঘোষণা করল বর্ধমান জেলা আদালত। আদালতের রায় শোনার পর আসামিপক্ষের আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
সরকারি আইনজীবী সূত্রে জানা গেছে, বিডিএর চেয়ারম্যান ও বর্ধমান-১ ব্লকের তৃণমূল সভাপতি কাকলি গুপ্তকে শারীরিক অসুস্থতার কারণে তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল যুব সভাপতি মানস ভট্টাচার্য, গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক বাগসহ বাকি ১২ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওনারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান, কাকলি গুপ্তের জন্য বেল পিটিশন করা হবে এবং বাকিরা উচ্চ আদালতে আপিল করবেন। সেই মোতাবেক অস্থায়ী জামিন পেলেন কাকলি গুপ্ত তা।
জামিন প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী জানান, “মাননীয় বিচারককে জানানো হয়েছিল যে আমরা আপিল করব, সেই পরিপ্রেক্ষিতে আদালত ২০ হাজার টাকার বেল বন্ড ও ১০ হাজার টাকা করে দুটি সিকিউরিটি জমা দেওয়ার শর্তে অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন। আপিল দাখিলের পর তার কপি আদালতে জমা দিতে হবে, অন্যথায় জামিন বাতিল হতে পারে”।