বিডিও অফিসের সামনে বিক্ষোভ মগরাহাট এলাকার কৃষকদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বুধবার ৫,ফেব্রুয়ারি :: চাষের জমিতে মিলছে না পর্যাপ্ত পরিমাণে জল আর তার জেরে সমস্যায় পড়েছে মগরাহাট দু’নম্বর ব্লকের কয়েকশো কৃষকেরা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনরকম সূরাহা হয়নি

বাধ্য হয়ে মঙ্গলবার মগরাহাট ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক এবং প্রশাসনিক দপ্তর গুলিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে মগরাহাট ২ নম্বর ব্লকের কৃষকেরা।

দীর্ঘ ৩০ বছর ধরে মগরাহাট দু’নম্বর ব্লকের অন্তর্গত পশ্চিম মগরাহাট অঞ্চল কলস অঞ্চল এবং নৈনান অঞ্চলের কয়েক হাজার কৃষকদের ভরসা ডায়মন্ড হারবার ক্রিক খালের জোয়ারের জল কিন্তু কয়েক বছর আগে সেচ দপ্তরের পক্ষ থেকে মগরাহাট দু নম্বর ব্লকের কেওড়া পুকুর খালের একটি বাঁধ সেচ দপ্তরের পক্ষ থেকে ভেঙে দেয়া হয় গত শনিবার।

এই বাঁধের উপর ভরসা করে মগরাহাট দু নম্বর ব্লকের ৩০০০ বিঘারও বেশি জমির কৃষকদের ভরসা ছিল খালের জল। বাঁধ ভেঙে যাওয়ার কারণে সেচ কাজের বিশাল সমস্যায় পড়েছে কৃষকেরা বারবার প্রশাসনকে জানিয়েও কোনরকম সূরাহা হয়নি।

এর ফলে কৃষি জমিতে মিলছে না পর্যাপ্ত পরিমাণে জল তার জেরে ক্ষতির সম্মুখীন হচ্ছে মগরাহাট দু’নম্বর ব্লকের কয়েক হাজার কৃষক পরিবার।

মগরাহাট এলাকার কৃষকদের দাবি, অবিলম্বে কৃষি কাজের সুবিধার্থে সেচ দপ্তর এবং স্থানীয় প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিক। খাল সংস্কার না করলে নদীর জোয়ারের জল এলাকার মধ্যে ঢুকতে পারছে না আর তার জেরে কৃষি কাজের ক্ষেত্রে ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।

এ বিষয়ে এক কৃষক দুলাল চন্দ্র দত্ত জানান, আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ব্লক প্রশাসনকে জানালাম। অবিলম্বে আমাদের বিকল্প ব্যবস্থা করে দিক স্থানীয় ব্লক প্রশাসন। সেচের পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার কারণে ৩০০০ বিঘেরও বেশি কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কৃষি জমিতে ব্যবহার করা সার থেকে শুরু করে সমস্ত কিছুর বাজার মূল্য বেড়েছে কিন্তু আমরা যদি জল না পাই তাহলে চাষবাসের ক্ষেত্রে আমাদের ক্ষোভ অসুবিধা হবে। সরকার কোন বিকল্প ব্যবস্থা আমাদের করে দিক যাতে আমরা চাষবাস করে জীবন জীবিকা নির্ভর করতে পারি।

ব্লক প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের এই আবেদন পত্র পাওয়ার পর ব্লক প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বিষয়টি আমাদের নজরে এসেছে। কৃষকদের কৃষিকাজের ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা দ্রুতই গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 17 =