নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের চুপি এলাকায় আবাস যোজনার ঘরের সার্ভেতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন বিডিও পৌষালী চক্রবর্তী সহ বিডিও অফিসের অন্যান্য স্টাফেরা।
জানা গিয়েছে চুপি এলাকায় আবাস যোজনার ঘরের ভেরিফিকেশন এর জন্য যান বিডিও, সেই সময় স্থানীয় গ্রামবাসীরা ঘর না পেয়ে বিডিওকে তারা ঘরে বর্তমানে কি অবস্থায় তারা বসবাস করছেন, সেই বিষয়টি দেখার জন্য তারা অনুরোধ করেন ।
বিডিও গাড়ি থেকে না নেমে সেই ঘর না দেখে চলে যেতে গেলে, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি, ঘটনাস্থলে হাজির হয় পূর্বস্থলী থানার পুলিশ এরপর বিডিও কে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তারা। গ্রামবাসীরা জানান, যাদের ঘর রয়েছে তাদের বাড়ির লোকেরাই ঘর পাচ্ছেন,
আমরা যারা মাটির ঘরে, টিনের ঘরে বসবাস করছি তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না। আমাদের লিস্টে নাম এসেও তা কেটে যাচ্ছে। আমরা কি ঘরে বসবাস করছি বিডিও কে দেখার অনুরোধ করলেও তিনি গাড়ি থেকে নেমে তা দেখতে চাননি।