নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: বৃহস্পতিবার ১,মে :: বিতর্কিত জমি কিনে বাড়ি করে বিপাকে পড়লেন এক ব্যক্তি, বুধবার গভীর রাতে সেই জমিতে তৈরি করা টিনের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খাটাখুয়া এলাকায়। বাড়ির মালিক নুর আলম জানিয়েছেন খাটাখুয়া গ্রামের বাসিন্দা জামশেদ আলমের কাছ থেকে প্রায় ২ বছর আগে সেই জমি কিনে নিয়েছেন।
চিত্র পরিচিতি :: জমি হেদলাগছ গ্রামের বাসিন্দা নুর আলম জমি কিনে নেন
সেই জমি নিয়ে জামশেদ ও আবু সুফিয়ান এর মধ্যে শরিকি জমি নিয়ে বিবাদ চলছিল বিষয়টি তিনি জানতেন না।
জমির কাগজ পত্র ঠিক থাকায় সেই জমি হেদলাগছ গ্রামের বাসিন্দা নুর আলম জামশেদ আলমের কাছে কিনে নেন। এরপর সেই জমিতে নতুন করে টিনের বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন নুর আলম। বুধবার রাতে কিছু দুষ্কৃতী সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ।
নুর আলমের দাবি জমি বিবাদের জেরে এই ঘটনা। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় স্থানীয় প্রতিনিধিরা। ঘটনাটি নিন্দনীয় বলে মনে করছেন অনেকেই।