নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: শনিবার ১৬,আগস্ট :: বিতর্ক যেন পিছু ছাড়ছে না দিঘার জগন্নাথ মন্দিরের। ভক্তির স্থানে এবার প্রতারনা চক্র। পুলিশের জালে ধরা পড়লো দুই প্রতারক।
অভিযোগ,মন্দিরের নিরাপত্তার কাজে নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, চাকরী প্রার্থীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করেছে ধৃতরা। এই প্রতারনা চক্রের জাল কতটা বিস্তৃত ? আর কে কে এই চক্রের সঙ্গে জড়িত? পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সৈকত নগরী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন। এখানে রথযাত্রাও উদ্বোধন করেছেন তিনি। তারপর থেকেই দীঘায় পর্যটকদের জোয়ার অব্যাহত। সারা দীঘা এখন জয় জগন্নাথ ময়। সেই দীঘার জগন্নাথ মন্দিরে প্রতারণা চক্র সক্রিয়।
মন্দিরে নিরাপত্তা রক্ষীর চাকরী পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারনা ও আত্মসাতের অভিযোগ উঠেছে। তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম স্নেহাশীষ কুমার ও সুরজিৎ বেরা। স্নেহাশীষ এগরা থানার সিলামপুর গ্রামের বাসিন্দা। আর সুরজিৎ এর বাড়ি রামনগর থানার বড়রাংকুয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই দুজন মন্দিরের নিরাপত্তার কাজে নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, চাকরী প্রার্থীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করেছে। উল্লেখ্য, জগন্নাথ মন্দিরে যাবতীয় নিরাপত্তা এবং সিকিউরিটি গার্ড নিয়োগের দায়িত্বে রয়েছে ‘হিডকো’।
এই নিয়ে দীঘা থানায় অভিযোগ জমা পড়তেই পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। জগন্নাথ ভক্তদের দাবি, দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।