নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ১,আগস্ট :: উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া বিদ্যাধরী সেতুর ঘটনা। এলাকার একমাত্র যোগাযোগকারী বিদ্যাধরী নদীর এপার থেকে ওপারে জল জীবন মিশন প্রকল্পে পাইপ লাইনের জন্য বোরিং মেশিন দিয়ে কাজ শুরু হয়েছে দুমাস আগে।
অভিযোগ বোরিং করতে গিয়ে ব্রীজের দেড়শো মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দেয়,আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ ব্রীজের ফাটল বোজাতে তড়িঘড়ি বালি ফেলে বোজানো হয়েছে, সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল ঢাকার চেষ্টা হচ্ছে । ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের দাবি এইভাবে সিমেন্টের প্রলেপ দিয়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিদ্যাধরীর ব্রিজের এক অংশ।
ফলে আতঙ্কে রয়েছে এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। নির্মাণকারী সংস্থা সূত্রে জানা যায় প্রায় ৩৮০ ফুট লম্বা ৪২ ইঞ্চি চওড়া এই দীর্ঘ বোরিং এর কাজ চলছিল কাজ চলাকালীন হঠাৎই ফাটল ধরে বিপত্তি ।