সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বার করে দেওয়ার অভিযোগে উঠলো বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
ঘটনার জেরে অসুস্থ হয়ে এই মুহূর্তে ভর্তি কাকদ্বীপ মহকুমা সুপার ফেসিলিটি হাসপাতালে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ,” বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ত্রিদিব বারুই হঠাৎ করে বিদ্যালয়ে এসে একটি কাগজে সই করে রিসিভ করে নেওয়ার কথা দাবি জানায়।সেই কাগজটির রিসিভ না করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সামনেই ঘাড় ধাক্কা দিয়ে টানতে টানতে বিদ্যালয় থেকে বার করে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। তিনি আরো জানান এর আগে কয়েকবার তার ওপর অসঙ্গতি সম্পন্ন দাবী দাওয়া নিয়ে তার ওপর চড়াও হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল এই মুহূর্তে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই কারণে বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো সম্ভব হয়নি তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থানায় লিখিত কমপ্লেন করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।