কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৪,মে :: বিদ্যুতিক তারের সংস্পর্শে পাট বোঝাই লরিতে আগুনে।শুক্রবার দুপুরে চাঁচল শান্তিমোড় এলাকা থেকে পাট বোঝাই করে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল ওই লরিটি।মুহুর্তের মধ্যেই পাট বোঝাই লরি থেকে ধোঁয়া বেরোতে দেখেন পথ চলতিরা।পরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
চালক গাড়ি থেকে নেমে যায়।খবর পেয়ে চাঁচল থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলেও নিয়ন্ত্রণে আসেনি।পরে তুলসিহাটা থেকে দমকলের আরেকটি ইঞ্জিন আসে।সেসময় জেসিবি দিয়ে পাট নামানো হয়।প্রায় দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও।
এক প্রত্যক্ষদর্শী মোক্তার আলির কথায়,বিদ্যুতিক তারের সংস্পর্শেই পাটে আগুন লাগে।বেআইনিভাবে ওভারলোডিং করার জন্যই এই ঘটনা ঘটেছে।এদিন ওই ঘটনার জেরে জাতীয় সড়কটি দুই ঘন্টা ধরে অবরুদ্ধ থাকে।সমস্যায় পড়তে হয় বিভিন্ন যানবাহন সহ সাধারণ মানুষকে। এবিষয়ে পাট মালিক কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি।