নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: মঙ্গলবার ১৯,সেপ্টেম্বর :: বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এদিন নদীয়ার কৃষ্ণনগরে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন ও বিক্ষোভ দেখালো অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন।
তাদের দাবি বাড়ির বিদ্যুৎ হোক কিংবা ছোট ছোট ক্ষুদ্র শিল্পের বিদ্যুৎ হোক সব ক্ষেত্রেই বিভিন্ন চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। যার কারনে অল্প ইউনিট বিদ্যুৎ পড়লেও মোটা টাকা গুনতে হচ্ছে সবাইকে। আর কোটি কোটি টাকা মুনাফা নিচ্ছে দপ্তর। অবিলম্বে তাদের দাবি মানতে হবে।
এদিন বিদ্যুৎ দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায় এবং আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতায় রাজ্য বিদ্যুৎ দপ্তরেও তারা বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানিয়েছেন। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার কে আমরা লিখিতভাবে পুরো বিষয়টি জানিয়েছি। তিনি আমাদের লিখিত কপি উচ্চপদস্থ আধিকারিক এর কাছে পাঠাবেন বলে জানিয়েছেন।