নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ৯,আগস্ট :: শুক্রবার বিকালে কয়েকশো বিজেপি কর্মী হাওড়া সদরের সভাপতির নেতৃত্বে সিইএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি নেতা সজল ঘোষের অভিযোগ রাজ্য সরকার পুজোর অনুদান অথবা পুজোর প্যান্ডেলে ৭০% বিদ্যুতের ছাড়ের নামে বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা তুলছে।
এর ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। রাজ্য সরকার পুলিশ দিয়ে এই আন্দোলন দমাতে চাইছে। এ ব্যাপারে সাধারণ উপভোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন সকাল থেকেই ওই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগুনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। উল্লেখ্য, এদিন সিইএসসি অফিসের সামনে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।