নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: রবিবার ১১,মে :: বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হলো হারভেস্টিং গাড়ি চালকের। চালককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে গুরুতর আহত হলেন খালাসি। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার রুকুনপুর গ্রাম সংলগ্ন মাঠে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে আজ দশটা নাগাদ ধান কাটার জন্য একটি হারভেস্টিং গাড়ি রাস্তা থেকে চাষ জমিতে নামছিল।
সেই সময় মাথার উপরে থাকা ১১ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পরে হারভেস্টিং গাড়ির চালকের কেবিন। তাতেই বিদ্যুৎ পিষ্ট হয়ে হয়ে পড়েন চালক।
তাকে বাঁচাতে যান খালাসী। তিনিও বিদ্যুৎপিষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। তবে খালাসীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে মল্লারপুর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।