নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামনগর :: বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যবসায়ী মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ানো পূর্ব মেদিনীপুরের রামনগরে। রাত থেকে সকাল পর্যন্ত মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকলো গ্রামবসসীরা৷ মৃতদেহ উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় পুলিশকে। বিদ্যুৎ দপ্তরে গাফিলতির অভিযোগ তোলেন গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা রামনগর থানার বড়রাঙ্ককুয়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত নিমাই জানা (৩৫)। তার বাড়ী রামনগর থানার পশ্চিম করঞ্জি গ্রামে। যদিও সকালে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে মৃতদেহ তুলতে কার্যত ব্যর্থ হয় রামনগর থানার পুলিশ। মৃত নিমাই দেনা সৈকত নগরীর দীঘায় মসলা মুড়ির ব্যবসায়ী।
শনিবার রাত্রি ১১ টা নাগাদ সৈকত নগরীর দিঘায় মশলা মুড়ি বিক্রি করে সাইকেলে করে বাড়ি ফিরছিল ব্যবসায়ী নিমাই জানা। আচমকা রাস্তার পাশে বিদ্যুৎ লাইনের পৃষ্ট হয়ে মৃত্যু হয় ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা মৃতদেহের পাশে জড়ো হন। খবর পেয়ে হাজির হয় রামনগর থানার পুলিশ।
মৃতদেহ তুলতে গেলে পুলিশকে বাঁধা দেয় গ্রামবাসীরা। বিক্ষোভ ও বাধা পেয়ে কার্যত মৃতদেহ তুলতে ব্যর্থ হয় রামনগর থানার পুলিশ। রাতেই মৃতদেহ না তুলে ফিরে আসতে হয় পুলিশকে। সকাল হতেই ঘটনাস্থলে হাজির হয় রামনগর থানার পুলিশ। আবারো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে মৃত ব্যাবসায়ী পরিবারের সব রকমের ক্ষতিপূরণ দিতে হবে।