বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মারা গেলেন ৩ টিউবওয়েল মিস্ত্রি। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: মঙ্গলবার ১১,মার্চ :: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো কোচবিহারের শীতলকুচির ষোলোচালা এলাকা। হাই টেনশন ভোল্টেজ তার থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মারা গেলেন ৩ টিউবওয়েল মিস্ত্রি। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।

স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় একটি বরফ কল স্থাপনের জন্য টিউবয়েলের জলের পাইপ বসানো চলছিল। স্থানীয় তিন কল মিস্ত্রি লোহার সেই পাইপ ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছে দিতে, গর্ত করে পাইপ বসানোর কাজ করছিলেন।

সে সময়ই এই চরম দুর্ঘটনাটি ঘটে। লোহার পাইপ বসাতে গিয়ে মাথার ওপরে হাই টেনশন ভোল্টের বিদ্যুৎ তারে পাইপটি লেগে যায় । সঙ্গে সঙ্গেই প্রবল বিদ্যুতের ঝটকায় মাটিতে লুটিয়ে পড়েন তিন হতভাগ্য কল মিস্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =