নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২০,জুলাই :: মালদার গাজোলের মাতইল এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় এক শিশু । জানা গেছে মৃত শিশুর নাম কর্ণ কর্মকার। বয়স প্রায় ৮ বছর।
ঘটনা সম্পর্কে জানা গেছে, টোটো চালক টোটোতে চাজ করছিলেন। সেই সময় শিশুটি টোটোতে খেলা করতে যায়। এরপর টোটোর সঙ্গে বিদ্যুৎ সংযোগ থাকার কারণে বিদ্যুৎপৃষ্ট হয় শিশুটি।স্থানীয়দের নজরে আসতেই শিশুটিকে উদ্ধার করে হাতি মারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এরপর দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। এদিকে কান্নার রোল পড়েছে পরিবারের লোকজনের মধ্যে। এই অকাল মৃত্যুকে কোন রকমে মেনে নিতে পারছেন না শিশুটির পরিবার।