নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক ছাত্রীর, ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুর থানার নরেন্দ্রপুর পশ্চিমপাড়ার। জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম তৃষা ধক(১৩)। মৃত ছাত্রীর বোন নিষা ধক জানান, টিউশন পড়তে যাওয়ার পর তারা দুই বোন এবং তার মা বাড়ি ফিরছিলেন, সেই সময় ছোট বোন তৃশা ধক পা পিছলে পড়ে যায় ।
পাশেই ছিল একটি বিদ্যুতের পোস্ট, ওই পোস্ট থেকে একটি তার ছিড়ে ঝুলছিল, কোনরকম ভাবে ওই তারে হাত লেগে যায় তৃষার, সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই ছাত্রী, পাশেই পড়ে থাকা একটি কাঠ নিয়ে কোনোরকম ভাবে তৃষাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তার মা, চিৎকার চেচামেচি শুনে ছুটে আসে স্থানীয়রা ।
প্রাথমিকভাবে স্থানীয়রাই ওই ছাত্রীকে উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ এবং বিদ্যুৎ দফতরের কর্মীরা। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী ।
স্থানীয়দের অভিযোগ ইতিপূর্বেও ওই পোস্টে অনেকেই বিদ্যুতের শক খেয়েছে, বিদ্যুৎ দপ্তরে বারেবারে জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ দফতর। সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।