নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। রবিবার সকালে বাঁকুড়ার জেলাশাসক কে.রাধিকা আইয়ার সদর থানার ভূতশহর গ্রামে মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক সহ অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।প্রসঙ্গত, গত শনিবার সকালে ভূতশহর গ্রামে রাতভর বৃষ্টির জেরে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্পর্কিত দেওর বৌদি অনঙ্গ মোহন ঘোষ (৬০) ও পার্বতী ঘোষ (৫৫) এর মৃত্যু হয়। বিদ্যুৎ দপ্তরের উদাসীনতাতেই ঐ দূর্ঘটনা ঘটেছে বলে এলাকার মানুষ অভিযোগ করেন।
জেলাশাসক কে.রাধিকা আইয়ার এদিন বলেন, রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের লোকজনকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হলো। একই সঙ্গে জেলায় যে সমস্ত জায়গায় বিপজ্জনক অবস্থায় বিদ্যুৎ এ তার ঝুলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সারিয়ে তুলবেন বলে জানান।