নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: বৃহস্পতিবার ৬জুন :: ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত লোহাপুরের নওয়াপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মাঠে ঘাস খাওয়ার জন্য ছেলেরা গরু চরাতে গিয়েছিল।
কিন্তু দুর্ভাগ্যবশত আগের রাতে ঝড়ের কারণে ৪৪০ ভোল্টের তার ছিড়ে পড়েছিল,গরুগুলি ঘাস খেতে খেতে ৪৪০ ভোল্টের কাছাকাছি চলে গিয়ে বিদ্যুৎ সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায় ৫ টি গরু।
নওয়াপাড়া গ্রামের শেখ রেজাউল, শেখ আনোয়ার, ফুলটু শেখ ও সুখচাঁদ শেখ তাঁদের গবাদি পশু হারিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। পেশায় দিন মজুর তাঁরা। গরু পালন করে সংসার চালান। তাঁরা জানান, প্রতিদিনের মতন মাঠের সবুজ ঘাস খাওয়ার জন্য গরুগুলিকে ছেড়ে দিলে তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পুড়ে কালো হয়ে যায়। তাঁদের অভিযোগ, দুধ বিক্রি করে তাঁদের পরিবারের খরচ মেটে। গরুগুলি এক একটি ৩৫ থেকে ৪০ হাজার টাকা দামের।