নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১০,নভেম্বর :: .বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল পঞ্চায়েত সদস্যের স্ত্রীর, আহত শ্যালক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উখড়া গ্রামের কাকরডাঙ্গা পাড়াতে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
রবিবার সকাল ন’টা নাগাদ ঘর পরিষ্কার করার সময় বিদ্যুৎপৃষ্ট হন উখড়া গ্রামের কাঁকড়াডাঙ্গার বাসিন্দা গায়েত্রীদেবী (৪১)। দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার ভাই গুড্ডু বর্ণওয়াল। তড়িঘড়ি দু’জনাকে নিয়ে যাওয়া হয় খান্দরা প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
সেখানে গায়েত্রীদেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত গুড্ডুকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। মৃত গায়েত্রীদেবী উখরা পঞ্চায়েতের সদস্য অনিল বর্ণওয়ালের স্ত্রী।