নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত প্রতিবাদে বিদ্যুৎ বিভাগের কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানার দোগাছি এলাকায়। আজ যখন বিদ্যুৎ বিভাগের কর্মীরা গাড়ি নিয়ে কাজ করতে যায় সেই সময় এলাকার স্থানীয় বাসিন্দারা গাড়ি আটকে বিক্ষোভ এবং পথ অবরোধ শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকায় বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি, এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর । মেশিন চালিয়ে তারা জীবিকা নির্বাহ করে । দিনের পর দিন বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হওয়ার ফলে ঠিকমতো কাজ করতে পারছে না। বিদ্যুৎ বিভাগে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।
তারই প্রতিবাদে আজ সকাল ন’টা থেকে মালিক এবং কর্মচারী সহ স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের গাড়ি আটকে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করে। বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ কর্তা এসে আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাবে।