নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ২৭,ডিসেম্বর :: বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অন্ধকারে ডুবলো স্টেডিয়াম, খেলাধুলার ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি দক্ষিণ দিনাজপুরে। এদিন সকালে এই ঘটনার পরে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, জিম এবং গেষ্ট রুমসহ গোটা প্রাঙ্গণ অন্ধকারে ডুবে যায়। অচল হয়ে পড়ে সংস্থার যাবতীয় কাজকর্ম।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাস থেকে বকেয়া থাকা ৪০ হাজার ৫০০ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এদিন এই সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ দপ্তর। আচমকা এমনভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বালুরঘাট স্টেডিয়ামে মাঠ ও পিচে জল দেওয়া অসম্ভব হয়ে পড়েছে , যা চলমান ক্রিকেট লিগের ওপর বড় প্রভাব ফেলেছে।
এখানেই শেষ নয়। গত চার মাস ধরে সাম্মানিক বেতন বন্ধ ১১ জন কর্মীর। বকেয়ার পরিমাণ প্রায় ৭০ হাজার টাকা। যার ফলে সেখানে নিযুক্ত থাকা ওই কর্মীদের মধ্যেও অসন্তোষ চরমে পৌঁছেছে।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটি গঠন ঘিরে বিতর্ক শুরু হয় ১৪ সেপ্টেম্বর থেকে। অভিযোগ, স্থানীয় খেলার সংগঠনগুলিকে অন্ধকারে রেখে কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে একতরফা কমিটি গঠন করেছেন। এই নিয়ে শহরজুড়ে পড়ে নানা পোস্টারও।
যে বিতর্কের মাঝে গত ২৬ নভেম্বর একটি মিটিং করে কার্যকরী কমিটি গঠন করা হয়। যদিও নিয়মবহির্ভূত প্রক্রিয়ার অভিযোগ তুলে বিদায়ী সম্পাদক অমিতাভ ঘোষ জেলাশাসকের দ্বারস্থ হন। এদিকে এনিয়ে রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের কাছে অভিযোগ পৌঁছাতেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে।
চলতি মাসেই জেলাশাসক বিজিন কৃষ্ণার কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে তারা। অভিযোগ, অনিয়মের জেরে জেলার খেলাধুলার পরিবেশ ক্রমেই অচল হয়ে পড়েছে।