নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: বৃহস্পতিবার ৮,জানুয়ারি :: বসিরহাট উত্তর বিধানসভার হাসনাবাদ ভবানীপুর এলাকার ঘটনা । হাসনাবাদ ব্লক-২ সহ সভাপতি-আখের আলী মন্ডল এর দাবী-প্রার্থী যেই হোক সে তো আমাদের তৃণমূল দলেরই ,
তাই প্রার্থিটা আমাদের কাছে বড় বিষয় নয়, দলটাই আগে । আর সেই কারণেই আমরা আগে থেকেই দেয়াল লেখার কাজ শুরু করে দিলাম । প্রার্থী যেই হোক তাতে আমাদের সমস্যা নেই ।

